QR code
آواتار মোজাম্মেল হোসেন ত্বোহা

মোজাম্মেল হোসেন ত্বোহা

লিবিয়া

জন্মের পর থেকেই লিবিয়াতে আছি। ২০১১ সালের গৃহযুদ্ধের পুরো সময়টা জুড়ে ছিলাম গাদ্দাফীর জন্ম এবং মৃত্যুস্থান সিরতে। ২০১৫ সালে আছি ত্রিপোলিতে। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু শখ বিচিত্র বিষয়ে। সেগুলো নিয়ে জানতে, চিন্তা করতে এবং লেখালেখি করতে পছন্দ করি।